Pages

অধিকাংশ মুসলিম মিথ্যা বলে

 বলা হয়েছে যে অধিকাংশ মুসলিম মিথ্যা বলে
 এটা কেমন কথা ।
 না পরিপূর্ণ না পড়লে আপনি বিষয়টি ভুল বুঝতে পারেন ।
কেন এমন করে বলেছি , বলছি !


আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে কুরআন মাজিদে বলছেন হে নবী আপনি বলে দিন, যদি তারা আমাকে     ( আল্লাহ্ তায়ালা )   কে ভালবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে  ( নবিজী সঃ কে অনুসরণ অনুকরণ করলে কি হবে ) আমি  তাঁদের কে ভালবাসবো এবং  তাদের  গুনাহ গুলি আমি ক্ষমা করে দিবো ।

❤❤❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা 3 পৃষ্ঠা নাম্বার 13 সূরা  আল ইমরান
আয়াত নাম্বার 31 ❤❤❤

■■■ যে কারণে এভাবে বলেছিলাম আপনি যে কোন মুসলিম কে জিজ্ঞাসা করুন যে ভাই আপনি আল্লাহ্ তায়ালা কে   নবিজী সঃ কে   ভালবাসেন  ? সে অবশ্যই বলবে হ্যাঁ ভালবাসি । কিন্তু লক্ষ করুন আল্লাহ্ তায়ালা বলেছেন যে আমাকে যারা ভালবাসে তারা যেন আমার রাসূল কে অনুসরণ অনুকরণ করে , এটা আল্লাহ্ তায়ালার শর্ত যদি ভালবাসেন ♡ আল্লাহ্ তায়ালার কথা অনুযায়ী নবিজী সঃ কে অনুসরণ অনুকরণ করলে আপনি সত্যবাদী
আর যদি মুখে বলেন ভালবাসি কিন্তু বাস্তবে আল্লাহ্ তায়ালা যেভাবে বলেছেন এইভাবে আপনি নবিজী সঃ কে অনুসরণ অনুকরণ করেন না  তাহলে আপনি মিথ্যাবাদী

■■■ আরেকটু ব্যাখ্যা করে বলি
মনে করুন যে আপনি একটি মেয়ে কে আপনি ভালবাসেন বলে দাবি করছেন • এখন ঐ মেয়ে আপনাকে  যদি বলে যে আপনি এভাবে চলতে   এভাবে চলতে হবে এবং ঐ মেয়ের কথা অনুযায়ী যদি আপনি চলেন  • তাহলে সত্যিই আপনি মেয়েটা কে ভালবাসেন, বলাই যায় । আর তখন মেয়েটাও আপনাকে ভালবাসবে ।
ঠিক তেমনিই ভাবে আল্লাহ্ তায়ালার কথাটা  একটু চিন্তা করে দেখুন, ভুল বল্লাম কিনা ???
■■■ এভাবে আল্লাহ্ তায়ালা
 
❤❤❤ পারা 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরা কলাম আয়াত নাম্বার 4 এ বলেছেন ❤❤❤

নিশ্চয়ই আপনার চরিত্র মহান ।

অন্য আয়াত এ বলেন    ❤❤❤  পারা 21 পৃষ্ঠা নাম্বার 19  সূরা আহযাব আয়াত নাম্বার 21 ❤❤❤

তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ্ তায়ালার রাসূল সঃ এর আদর্শ ।

❤❤❤ পারা 28 পৃষ্ঠা নাম্বার 5 সূরা হাশর আয়াত নাম্বার 7 ❤❤❤

তোমাদের রাসূল তোমাদের কাছে যাহা কিছু নিয়ে এসেছে , তোমরা তা শক্ত করে ধর । ( অর্থাৎ আমল কর যেভাবে বলেছেন সেভাবে ) আর যে গুলি থেকে নিষেধাজ্ঞা করেছেন , তা থেকে বিরত থাক ।


এভাবে অনেক হাদিসও রয়েছে
সব দলিল প্রমাণ দিলে কলাম লম্বা হয়ে যাবে
তাই সংক্ষেপে এতটুকু লিখলাম ।


    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম              জানার এবং মানার তাওফীক দান করুন
   
                           আমীন আমীন আমীন



No comments:

Post a Comment