Pages

ইসলাম ধর্মের প্রতিটি বিষয় মুসলিমদের জানা ও মানা ফরজ !

আল্লাহ্ তা'য়ালা সমস্ত সৃষ্টি জগত সৃষ্টি করেছেন
জিন জাতি ও মানব জাতির জন্য । আর মানব জাতি ও জিন জাতি কে সৃষ্টি করেছেন  !

শুধু মাত্র, কেবল মাত্র , একমাত্র আল্লাহ্ তা'য়ালার ইবাদত বন্দেগি করার জন্য ।
   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 02 সূরা যা'রিয়াত আয়াত নাম্বার 56

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ভাই লক্ষ্য করুন এবং মনোযোগ দিয়ে খেয়াল করুন, আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদের মধ্যে যে কথা গুলি বলেছেন । তা সমস্ত মানবজাতির কল্যাণেই বলেছেন ।

                💚 আজকের বিষয় মদ সম্পর্কে  💚

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 13 সূরা নাহল আয়াত নাম্বার 67

আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাক, এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন ।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 43

হে ঈমানদার গণ ! তোমরা নামাজের ধাঁরে কাছেও যেও না । যখন তোমরা নেশাগ্রস্থ অবস্থায় থাক । যতক্ষণ না তোমরা যা বলছো তার অর্থ তোমাদের বোধগম্য না হয়, আর নেশা অবস্থায় অপবিত্র অবস্থায় মাছজিদ এ প্রবেশ করবে না , যতক্ষণ না পানি দ্বারা পবিত্র না হও,
কিন্তু পথ অতিক্রম করাতে অসুবিধা নাই । আর যদি তোমরা অসুস্থ অবস্থায় হও, অথবা সফর অবস্থায় হও, অথবা তোমাদের মধ্যে কেউ পায়খানা প্রস্রাব হতে আসে,অথবা স্ত্রী সহবাস করে,💖 যদি এমন অবস্থায় পানি পাওয়া না যায়, সুতরাং তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর , তোমাদের মুখমন্ডল  ( চেহারা )  ও হস্তসমূহ ( দুই হাত কনুসহ ) মুছে ফেল, নিশ্চয়ই আল্লাহ্ তায়ালা মার্জনাকারী ক্ষমাশীল।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

 হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 02 পৃষ্ঠা নাম্বার 13 সূরা বাকারাহ্ আয়াত নাম্বার 219

হে নবী সঃ আপনাকে প্রশ্ন করা হবে ? মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলে দিন  ঐ দুটোর মধ্যে গুরুতর পাপ ( গুনাহ্ ) রয়েছে । কিছু কিছু লোকের নিকট মদ্যপান এ সামান্য উপকারীতা রয়েছে । কিন্তু বাস্তবে উপকারীতার চেয়ে ক্ষতি এবং পাপ ( গুনাহ্ ) গুরুতর । অর্থাৎ মদ্যপান যে উপকারীতা আছে মনে করা হচ্ছে, তারমধ্যে আসলে উপকারীতার চেয়ে ক্ষতি পাপ ( গুনাহ্ই ) বেশি ।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


হাফেজি কুরআন অনুযায়ী পারা 7 পৃষ্ঠা নাম্বার 2 সূরা মা'য়িদাহ্ আয়াত নাম্বার 90

হে ঈমানদার গণ ! নিশ্চয়ই মদ জুয়া মুর্তি এবং লটারি এইগুলি শয়তানের নাপাক কর্মকাণ্ড সমূহের মধ্য থেকে, অর্থাৎ মদ পান করা ' জুয়া খেলা ' মূর্তি বানানো ' মূর্তি পূজা করা ' লটারি ধরা বা লটারির ব্যবস্থা করা ' এইসব কর্মকাণ্ড শয়তানের  ।  সুতরাং ঐ রুপ কর্মকাণ্ড থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাক,  যেন তোমরা সফলতা অর্জন কারী কল্যাণগামী ( কামিয়াব ) হও  ।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম             জানার এবং মানার তাওফীক দান করুন ।


                           আমীন আমীন আমীন




No comments:

Post a Comment