Pages

সূরা,সূরা আত তাগ্বাবুন হারজিত

সূরা আত তাগ্বাবুন
হারজিত

1
আসমানসমূহ ও যমীনের যাহা কিছু আছে তা সবই আল্লাহ তা'য়ালার পবিত্রতা ঘোষণা করছে,যাবতীয় সার্বভৌমত্ব যেমন তাঁর জন্যে, তেমনি যাবতীয় প্রশংসাও তাঁর জন্যে, তিনি সকল কিছুর উপর প্রবল ক্ষমতাবান ।

2
তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের কিছু লোক হলো,আসমানসমূহে ও যমীনে যো সৃষ্টি মু'মিন আবার কিছু লোক কাফির থেকে গেলো, আসলে তোমরা যাহা কিছু করো আল্লাহ তা'য়ালা সব কিছুই দেখছেন ।

3
তিনি আকাশ মন্ডলী ও পৃথিবীকে সঠিকভাবে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের তিনি মানুষের আকৃতি দিয়েছেন তাও আবার অতি সুন্দর করে তিনি তোমাদের বানিয়েছেন, তাঁর কাছেই তোমাদের আবার ফিরে যেতে হবে ।

4
আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তা তিনি জানেন, তিনি জানেন, তোমরা যা কিছু গোপন করো , আর যা প্রকাশ করো । আল্লাহ তা'য়ালা মনের কথাও জানেন ।

5
তোমাদের কাছে কি সে সব লোকদের খোঁজ খবর কিছুই পৌঁছায়নি , যারা এর আগে বিভিন্ন নাবীর সময়ে কুফরী করেছিলো , অতঃপর তারা নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে , পরকালেও তাদের জন্যে কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে ।

6
এটা এ কারণে যে , তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনি আল্লাহ তা'য়ালার কোন রসূল আসতো , তখনি তারা বলতো যে , মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে ? তারা সত্যকে প্রত্যাখান করলো এবং ঈমানের পথ থেকে মুখ ফিরিয়ে নিলো , অবশ্য আল্লাহ তা'য়ালাও কারোরই মুখাপেক্ষী নন, তিনি প্রশংসিত ।

7
এই কাফিররা ধারণা করে নিয়েছে যে , একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থান করা হবে না , তুমি বলো ( নবিজী সঃ ) না , তা কখনো হবার নয়। আমার মালিকের শপথ , মৃত্যুর পর তোমাদের সবাইকে আবার (কবর থেকে ) উঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছো , আর আল্লাহ তা'য়ালার পক্ষে এটা অত্যন্ত সহজ কাজ ।

8
তোমরা আল্লাহ তা'য়ালা , তার রসূল এবং আমি যে নূর তোমাদের দিয়েছি সেই  কুরআনের উপর ঈমান আনো, তোমরা এখানে যা কিছুই করো না কেন আল্লাহ তা'য়ালা তা ভালো করেই জানেন ।

9
যেদিন তোমাদের আগে পরে সমস্ত মানুষ ও জীন কে একত্রিত করা হবে, একত্রিত করা হবে সে মহান সমাবেশের দিনটির জন্য । বলা হবে হে মানুষ ও জীন , আজকের দিনটিই হচ্ছে তোমাদের লাভ লোকসানের দিন । লাভের দিন ঐ ব্যক্তির  জন্যে যে আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তিনি তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে তিনি এমন এক শান্তির দেশে প্রবেশ করাবেন (জান্নাতের কথা বলা হচ্ছে ) যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে,তারা সেখানে অন্তত কাল অবস্থান করবে , আর এটাই হচ্ছে চরম সাফল্য ।

10
লোকসানের দিন তাহার জন্যে যে ব্যক্তি আল্লাহ তা'য়ালা অস্বীকার করেছে এবং আমার আয়াত সমূহকে মিথ্যাপ্রতিপন্ন করেছে , এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে যে , এরা সবাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে , কতই না  নিকৃষ্ট সেই আবাসস্থল ।

11
আল্লাহ তা'য়ালার অনুমতি ব্যতীত কোন বিপদ আসে না , যে ব্যক্তি আল্লাহ তা'য়ালার উপর বিশ্বাস স্থাপন করে,আল্লাহ তা'য়ালা তার অন্তরেকে সুপথে পরিচালিত করেন , আর আল্লাহ তা'য়ালাই সব বিষয়েই  সম্মক অবগত রয়েছেন ।

12
তোমরা আল্লাহ তা'য়ালার অনুগত্য করো , অনুগত্য করো তাঁর রাসূলের, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো আমার রাসূলের দ্বায়িত্ব হচ্ছে কথাগুলোকে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া ।

13
আল্লাহ তা'য়ালা মহান সত্তা , তিনি ছাড়া কোনোই মা'বুধ নাই, অতএব প্রতিটি ঈমানদার বান্দার উচিত তাঁর ওপরেই সর্ব বিষয়ে নির্ভর করা ।

14
হে ঈমানদারগণ , অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু কিছু দুশমন রয়েছে।অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো,অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও,তাদের দোষ ক্রটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো আল্লাহ তা'য়ালা পরম ক্ষমাশীল ও দয়ালু ।

15
তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্যে একটি পরীক্ষা মাত্র, আর এই পরীক্ষায় কামিয়াব হতে পারলে অবশ্যই আল্লাহ তা'য়ালার নিকট মহা পুরুষ্কার রয়েছে ।

16
অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তা'য়ালা কে ভয় করো,তোমরা রাসূলের আদেশ শুনো এবং তাঁর কথামতো চলো । আল্লাহ তা'য়ালার দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো, এতে তোমাদের নিজেদের জন্যেই কল্যাণ রয়েছে, যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে, সে এবং তার মতো লোকেরাই সত্যিকার অর্থে সফলকাম ।

17
যদি তোমরা আল্লাহ তা'য়ালা কে ঋণ দাও উত্তম ঋণ,তাহলে কিয়ামতের দিন তিনি তাকে বহুগুণ বাড়িয়ে দিবেন এবং তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন । আল্লাহ তা'য়ালা বড়োই গুণগ্রাহী ও পরম ধৈর্যশীল।

18
দেখা - অদেখা সব কিছুই তিনি জানেন, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ।

কুরআন পড়ুন কুরআন বুঝুন অনুধাবন করুন ও সিদ্ধান্ত নিন ।
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝।

No comments:

Post a Comment