মুসলিম ফেসবুক ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট্ ,

মুসলিম ফেসবুক ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট্
💖💖💖💖💖 ইসলাম শব্দের অর্থ হচ্ছে
নিজের ইচ্ছা কে আল্লাহ্ তায়ালার আনুগত্যের উপর নিবেদন করা ।
অনেক লোকই জানে না যে আসলে ইসলাম অর্থ কি ?
অনেক এ মনে করেন যে ইসলাম অর্থ শান্তি,
না ইসলাম অর্থ শান্তি নয় ।
■■■■ ইসলাম মানার মধ্যে শান্তি
যাই হোক আসল কথায় আসি উপরে বলা হয়েছে মুসলিম ফেসবুক ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট্
আমাদের মুসলিমদের মধ্যে অনেক লোক আছে যে তাঁরা কিছু কিছু কারণে
■■■■ ইসলাম কে  সঠিক ভাবে জানা হয় না ।
■■■■ যার কারণে সঠিক ভাবে ইসলাম মানাও
হয় না ।
💚💚💚
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে কুরআন মাজিদে কি কি হুকুম (আদেশ)  করেছেন তাও আমরা সঠিক ভাবে জানি না ।
■■■■ যেমন আমাদের মুসলিমদের অনেকেই বিভিন্ন  মাঝহাব এর মাধ্যমে ইসলাম কে পালন করে থাকেন
■■■■ এখন দেখুন আমাদের মুসলিমদের মাঝে এমন কিছু লোক আছে যারা ইসলামি বিষয়ে তেমন জ্ঞান রাখেন না, কিন্তু তাঁরাও ইসলামের অনেক বিষয় নিয়ে কথা বলে, নিজের ইচ্ছা মত ।
■■■■ যেমন  মাঝহাব অনুসারীদের কেউ কেউ
■■■■ যারা নিজেদের কে আহলে হাদিস এর অনুসারী বলে দাবি করে তাদের কে
খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করে আবার খারাপ খারাপ  ব্যাংঙ্গ ছবি দিয়ে মন্তব্য করে  ।
■■■■ ঠিক তেমনিভাবে আহলে হাদিসের অনুসারী বলে যারা দাবি করে তারা মাঝহাব অনুসারীদের কে খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করে আবার খারাপ খারাপ ব্যাংঙ্গ ছবি দিয়ে মন্তব্য করে ।
■■■■ এখন উভয় পক্ষের এমন আচরণ কুরআন       হাদিস কি সমর্থন করে  ???

   💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

পরিস্কার ভাবে বলা যায় কখনই না
 ❤❤❤♡♡♡♡♡■■■■■♡♡♡♡♡❤❤❤
তাহলে এখন জানতে হবে এ বেপারে কুরআন হাদিস কি বলে ।
💗💗💗 হাফেজি কুরআন অনুযায়ী
❤❤❤ পারা  15 পৃষ্ঠা নাম্বার 8
সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 70 ❤❤❤

এখানে বলা হয়েছে  অতয়েব আমি  (আল্লাহ্ তায়ালা ) বনী আদম কে সম্মানিত করেছি এখন আপনারা সকলেই বুঝতে পারছেন যে আল্লাহ্ তায়ালা যেখানে বনী আদম কে সম্মানিত করেছেন । তাই আমরা সকলেই যখন যেখানে যে কোন মানুষের সাথে কথা বলবো সুন্দর ভাষায় ভালো ব্যবহার দিয়ে কথা বলবো
■■■
💗💗💗 আরেকটি আয়াত রয়েছে  ❤ পারা 14 পৃষ্ঠা নাম্বার 20
সূরা নাহল আয়াত নাম্বার 125 ❤
মানুষদের কে আল্লাহ্ তায়ালার রাস্তায় ডাক হিকমার সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে


💗💗💗 আরেকটি আয়াত রয়েছে ❤ পারা 26 পৃষ্ঠা নাম্বার 15
সূরা হুজুরাত আয়াত নাম্বার 11❤

হে ঈমানদার গণ তোমরা কোন কোউম কোন কোউম কে উপহাস করবে না তিরস্কার করবে না । হতে পারে যে উপহাস করছে বা তিরস্কার করছে        
 তার চাইতে যাকে উপহাস বা তিরস্কার করা হচ্ছে   ঐ  ব্যক্তি তোমাদের মধ্যে হতে উত্তম


              বিঃদ্রঃ =💜 ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
                  সংশোধন করার নিয়তে জানাবেন 💜

    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম              জানার এবং মানার তাওফীক দান করুন


                        আমীন আমীন আমীন





2 comments:

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers