ইসলাম ধর্মের প্রতিটি বিষয় মুসলিমদের জানা ও মানা ফরজ !

আল্লাহ্ তা'য়ালা সমস্ত সৃষ্টি জগত সৃষ্টি করেছেন
জিন জাতি ও মানব জাতির জন্য । আর মানব জাতি ও জিন জাতি কে সৃষ্টি করেছেন  !

শুধু মাত্র, কেবল মাত্র , একমাত্র আল্লাহ্ তা'য়ালার ইবাদত বন্দেগি করার জন্য ।
   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 02 সূরা যা'রিয়াত আয়াত নাম্বার 56

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ভাই লক্ষ্য করুন এবং মনোযোগ দিয়ে খেয়াল করুন, আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদের মধ্যে যে কথা গুলি বলেছেন । তা সমস্ত মানবজাতির কল্যাণেই বলেছেন ।

                💚 আজকের বিষয় মদ সম্পর্কে  💚

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 13 সূরা নাহল আয়াত নাম্বার 67

আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাক, এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন ।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 43

হে ঈমানদার গণ ! তোমরা নামাজের ধাঁরে কাছেও যেও না । যখন তোমরা নেশাগ্রস্থ অবস্থায় থাক । যতক্ষণ না তোমরা যা বলছো তার অর্থ তোমাদের বোধগম্য না হয়, আর নেশা অবস্থায় অপবিত্র অবস্থায় মাছজিদ এ প্রবেশ করবে না , যতক্ষণ না পানি দ্বারা পবিত্র না হও,
কিন্তু পথ অতিক্রম করাতে অসুবিধা নাই । আর যদি তোমরা অসুস্থ অবস্থায় হও, অথবা সফর অবস্থায় হও, অথবা তোমাদের মধ্যে কেউ পায়খানা প্রস্রাব হতে আসে,অথবা স্ত্রী সহবাস করে,💖 যদি এমন অবস্থায় পানি পাওয়া না যায়, সুতরাং তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর , তোমাদের মুখমন্ডল  ( চেহারা )  ও হস্তসমূহ ( দুই হাত কনুসহ ) মুছে ফেল, নিশ্চয়ই আল্লাহ্ তায়ালা মার্জনাকারী ক্ষমাশীল।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

 হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 02 পৃষ্ঠা নাম্বার 13 সূরা বাকারাহ্ আয়াত নাম্বার 219

হে নবী সঃ আপনাকে প্রশ্ন করা হবে ? মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলে দিন  ঐ দুটোর মধ্যে গুরুতর পাপ ( গুনাহ্ ) রয়েছে । কিছু কিছু লোকের নিকট মদ্যপান এ সামান্য উপকারীতা রয়েছে । কিন্তু বাস্তবে উপকারীতার চেয়ে ক্ষতি এবং পাপ ( গুনাহ্ ) গুরুতর । অর্থাৎ মদ্যপান যে উপকারীতা আছে মনে করা হচ্ছে, তারমধ্যে আসলে উপকারীতার চেয়ে ক্ষতি পাপ ( গুনাহ্ই ) বেশি ।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


হাফেজি কুরআন অনুযায়ী পারা 7 পৃষ্ঠা নাম্বার 2 সূরা মা'য়িদাহ্ আয়াত নাম্বার 90

হে ঈমানদার গণ ! নিশ্চয়ই মদ জুয়া মুর্তি এবং লটারি এইগুলি শয়তানের নাপাক কর্মকাণ্ড সমূহের মধ্য থেকে, অর্থাৎ মদ পান করা ' জুয়া খেলা ' মূর্তি বানানো ' মূর্তি পূজা করা ' লটারি ধরা বা লটারির ব্যবস্থা করা ' এইসব কর্মকাণ্ড শয়তানের  ।  সুতরাং ঐ রুপ কর্মকাণ্ড থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাক,  যেন তোমরা সফলতা অর্জন কারী কল্যাণগামী ( কামিয়াব ) হও  ।

   ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম             জানার এবং মানার তাওফীক দান করুন ।


                           আমীন আমীন আমীন




অনেক মুসলিম যে ভুলের মধ্যে লিপ্ত !

অনেক মুসলিম যে গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু গুনাহের পরিচয় পাওয়া, গুনাহ কে চিনতে পারা, সর্ব সাধারণ সকল মুসলিমদের যে বিষয় গুলি জানা থাকা ফরজ ।

আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে  বলেছেন !

❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা 30 পৃষ্ঠা নাম্বার 18 সূরা আ'লাক আয়াত নাম্বার 1 ❤
( কুরআনের নাজিল কৃত প্রথম সূরা )
পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ।

আল্লাহ্ তায়ালার কুরআন সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করা , প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক তথা ফরজ ।
❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা 29 পৃষ্ঠা নাম্বার 15 সূরা মুজ্জাম্মিল আয়াত নাম্বার 4 ❤

অতঃপর তাঁর চাইতে বেশি তিলাওয়াত করুন তরতিলের সাথে ।
অর্থাৎ কুরআন এর তাযবীদ কায়দা কানুন অনুযায়ী সুন্দর্য ভাবে তিলাওয়াত করা ।

এখন দুঃখের সহিত বলতে হয় , আমরা অনেক মুসলিমই সহিহ শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করতে পারি না । এবং সহিহ শুদ্ধ করে কুরআন তিলাওয়াত শিখার চেষ্টাও করি  না । আর কুরআনের অর্থ জানার চেষ্টা করবো তো দূরের কথা । এটাই আজ অনেক মুসলিম এর বাস্তব চিত্র ।
💚💚💚💚💚 আরেকটি কথা যেটা না বল্লেই নয়, আমাদের মুসলিমদের অনেক ব্যক্তি এমন আছে যে পারিবারিক কারণে বা অন্য কোন সমস্যার কারণে যারা ছোট বেলায় সহিহ শুদ্ধ  করে কুরআন মাজিদ এর শিক্ষা অর্জন করতে পারেনি , ঐ ব্যক্তিরাও কমছে কম নিজের সন্তানদের কে যে সহিহ শুদ্ধ করে কুরআন মাজিদ শিক্ষা দিবেন , তাও ভুলে জান শয়তানের ধোঁকায় । 💚💚💚💚💚

❤❤❤ আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে আদেশ করেছেন,  হাফেজি কুরআন অনুযায়ী পারা 17 পৃষ্ঠা নাম্বার 1 সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7 ❤❤❤

তোমরা প্রশ্ন কর জ্ঞানীদের নিকট যদি তোমরা না জান।

অর্থাৎ ইসলাম এর যে  বিষয় গুলি আপনার জানা নেই সেইসব বিষয় গুলি যারা ইসলামি জ্ঞান রাখে তাদের নিকট প্রশ্ন করে জেনে নিন ।


💜💜💜💜💜 বিঃদ্রঃ ইসলাম শব্দের অর্থ নিজের ইচ্ছা কে আল্লাহ্ তায়ালার আনুগত্যের উপর নিবেদন করা ।
অর্থাৎ আল্লাহ্ তায়ালা যাহা কিছু (হুকুম) আদেশ করেছেন সব কিছুই কোন দ্বিমত ছাড়া মেনে নেওয়া ।
ইসলাম কে যে কবুল করে তাকে মুসলিম বলে। তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কতটুকু মুসলিম  ??????💜💜💜💜💜

আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে ❤❤❤ পারা 4 পৃষ্ঠা নাম্বার 2 সূরা আল ইমরান আয়াত নাম্বার 102 ❤❤❤

বলেছেন ! হে ঈমানদার গণ আল্লাহ্ তায়ালা কে ভয় কর ভয় করার মত , এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না । 💚💚💚💚💚 প্রশ্ন এসে যায় , যে আমরা কে কখন মৃত্যুবরণ করবো তা কেউ জানি না , তাহলে সব সময় যে কোন মুহূর্তে মৃত্যু আসতে পারে,  তাই সময় থাকতে আল্লাহ্ তায়ালার অনুগত্য এবং নবিজী সঃ কে অনুসরণ অনুকরণ করুন । অন্যথায় আখিরাতে কি অবস্থা হবে ?????💚💚💚💚💚

❤❤❤ আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে পারা 2 পৃষ্ঠা নাম্বার 11 সূরা বাকারাহ্ আয়াত নাম্বার 208 ❤❤❤

বলেছেন ! হে ঈমানদার গণ তোমরা পরিপূর্ণভাবে ইসলাম এর ভিতর অন্তর্ভূক্ত হও , এবং শয়তানের অনুসরণ অনুকরণ করিও না , নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ।

💓 এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে শয়তান কে আমরা তো দেখতে পাই না , তাহলে আল্লাহ্ তায়ালা যে বলেছেন প্রকাশ্য শত্রু  ??? 💛 তার জবাব 💛

❤❤❤ পারা 7 পৃষ্ঠা নাম্বার 2 সূরা মা'য়িদাহ আয়াত নাম্বার 90 ❤❤❤

এখানে আল্লাহ্ তায়ালা বলেছেন 💚 হে ঈমানদার গণ  নিশ্চয়ই মদ জুয়া মুর্তি ভাগ্য গণনা শয়তানের নাপাক কর্মকাণ্ড সমূহ  থেকে । অর্থাৎ সর্ব প্রকার খারাপ কাজ শয়তানের ।  শয়তান কে তো দেখা যায় না , কিন্তু তাঁর কর্মকাণ্ড সমূহ সব দেখা যায়,  মানুষের ভিতর দিয়ে ,
এ জন্য আল্লাহ্ তায়ালা শয়তান কে প্রকাশ্য শত্রু বলেছেন । আরো জানতে চাইলে কুরআন হাদিস পড়া শুরু করুন আলেমদের পরামর্শ নিন , সব জানতে পারবেন ।

💟 অবশেষে সকলের কাছে দুয়া চাইছি আল্লাহ্ তায়ালা দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সময় যেন আমরা সকলেই ঈমানের সাথে সঠিক মুসলিম হয়ে বিদায় নিতে পারি। আমীন 💟


    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম               জানার এবং মানার তাওফীক দান করুন ।


                          আমীন আমীন আমীন





Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers