অনেক মুসলিম যে ভুলের মধ্যে লিপ্ত !

অনেক মুসলিম যে গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু গুনাহের পরিচয় পাওয়া, গুনাহ কে চিনতে পারা, সর্ব সাধারণ সকল মুসলিমদের যে বিষয় গুলি জানা থাকা ফরজ ।

আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে  বলেছেন !

❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা 30 পৃষ্ঠা নাম্বার 18 সূরা আ'লাক আয়াত নাম্বার 1 ❤
( কুরআনের নাজিল কৃত প্রথম সূরা )
পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ।

আল্লাহ্ তায়ালার কুরআন সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করা , প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক তথা ফরজ ।
❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা 29 পৃষ্ঠা নাম্বার 15 সূরা মুজ্জাম্মিল আয়াত নাম্বার 4 ❤

অতঃপর তাঁর চাইতে বেশি তিলাওয়াত করুন তরতিলের সাথে ।
অর্থাৎ কুরআন এর তাযবীদ কায়দা কানুন অনুযায়ী সুন্দর্য ভাবে তিলাওয়াত করা ।

এখন দুঃখের সহিত বলতে হয় , আমরা অনেক মুসলিমই সহিহ শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করতে পারি না । এবং সহিহ শুদ্ধ করে কুরআন তিলাওয়াত শিখার চেষ্টাও করি  না । আর কুরআনের অর্থ জানার চেষ্টা করবো তো দূরের কথা । এটাই আজ অনেক মুসলিম এর বাস্তব চিত্র ।
💚💚💚💚💚 আরেকটি কথা যেটা না বল্লেই নয়, আমাদের মুসলিমদের অনেক ব্যক্তি এমন আছে যে পারিবারিক কারণে বা অন্য কোন সমস্যার কারণে যারা ছোট বেলায় সহিহ শুদ্ধ  করে কুরআন মাজিদ এর শিক্ষা অর্জন করতে পারেনি , ঐ ব্যক্তিরাও কমছে কম নিজের সন্তানদের কে যে সহিহ শুদ্ধ করে কুরআন মাজিদ শিক্ষা দিবেন , তাও ভুলে জান শয়তানের ধোঁকায় । 💚💚💚💚💚

❤❤❤ আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে আদেশ করেছেন,  হাফেজি কুরআন অনুযায়ী পারা 17 পৃষ্ঠা নাম্বার 1 সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7 ❤❤❤

তোমরা প্রশ্ন কর জ্ঞানীদের নিকট যদি তোমরা না জান।

অর্থাৎ ইসলাম এর যে  বিষয় গুলি আপনার জানা নেই সেইসব বিষয় গুলি যারা ইসলামি জ্ঞান রাখে তাদের নিকট প্রশ্ন করে জেনে নিন ।


💜💜💜💜💜 বিঃদ্রঃ ইসলাম শব্দের অর্থ নিজের ইচ্ছা কে আল্লাহ্ তায়ালার আনুগত্যের উপর নিবেদন করা ।
অর্থাৎ আল্লাহ্ তায়ালা যাহা কিছু (হুকুম) আদেশ করেছেন সব কিছুই কোন দ্বিমত ছাড়া মেনে নেওয়া ।
ইসলাম কে যে কবুল করে তাকে মুসলিম বলে। তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কতটুকু মুসলিম  ??????💜💜💜💜💜

আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে ❤❤❤ পারা 4 পৃষ্ঠা নাম্বার 2 সূরা আল ইমরান আয়াত নাম্বার 102 ❤❤❤

বলেছেন ! হে ঈমানদার গণ আল্লাহ্ তায়ালা কে ভয় কর ভয় করার মত , এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না । 💚💚💚💚💚 প্রশ্ন এসে যায় , যে আমরা কে কখন মৃত্যুবরণ করবো তা কেউ জানি না , তাহলে সব সময় যে কোন মুহূর্তে মৃত্যু আসতে পারে,  তাই সময় থাকতে আল্লাহ্ তায়ালার অনুগত্য এবং নবিজী সঃ কে অনুসরণ অনুকরণ করুন । অন্যথায় আখিরাতে কি অবস্থা হবে ?????💚💚💚💚💚

❤❤❤ আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে পারা 2 পৃষ্ঠা নাম্বার 11 সূরা বাকারাহ্ আয়াত নাম্বার 208 ❤❤❤

বলেছেন ! হে ঈমানদার গণ তোমরা পরিপূর্ণভাবে ইসলাম এর ভিতর অন্তর্ভূক্ত হও , এবং শয়তানের অনুসরণ অনুকরণ করিও না , নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ।

💓 এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে শয়তান কে আমরা তো দেখতে পাই না , তাহলে আল্লাহ্ তায়ালা যে বলেছেন প্রকাশ্য শত্রু  ??? 💛 তার জবাব 💛

❤❤❤ পারা 7 পৃষ্ঠা নাম্বার 2 সূরা মা'য়িদাহ আয়াত নাম্বার 90 ❤❤❤

এখানে আল্লাহ্ তায়ালা বলেছেন 💚 হে ঈমানদার গণ  নিশ্চয়ই মদ জুয়া মুর্তি ভাগ্য গণনা শয়তানের নাপাক কর্মকাণ্ড সমূহ  থেকে । অর্থাৎ সর্ব প্রকার খারাপ কাজ শয়তানের ।  শয়তান কে তো দেখা যায় না , কিন্তু তাঁর কর্মকাণ্ড সমূহ সব দেখা যায়,  মানুষের ভিতর দিয়ে ,
এ জন্য আল্লাহ্ তায়ালা শয়তান কে প্রকাশ্য শত্রু বলেছেন । আরো জানতে চাইলে কুরআন হাদিস পড়া শুরু করুন আলেমদের পরামর্শ নিন , সব জানতে পারবেন ।

💟 অবশেষে সকলের কাছে দুয়া চাইছি আল্লাহ্ তায়ালা দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সময় যেন আমরা সকলেই ঈমানের সাথে সঠিক মুসলিম হয়ে বিদায় নিতে পারি। আমীন 💟


    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম               জানার এবং মানার তাওফীক দান করুন ।


                          আমীন আমীন আমীন





No comments:

Post a Comment

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers