بسم الله الرحمن الرحيم
আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে কত সুন্দর করে অনেক বিষয় বিস্তারিত বলেছেন আর কিছু বিষয় একটু অসপষ্ট করে রেখেছেন এই অসপষ্ট করার হিকমত একমাত্র আল্লাহ্ তায়ালাই ভাল জানেন
■■■ এখন এমন একটি বিষয়ে কথা বলতে আগ্রহী প্রকাশ করছি, যাহা হয়তো খুব কম মুসলিম জানে শুধু মাত্র আলেম গণ এই বিষয় গুলি জানেন
■■■ যাই হোক আলোচনা শুরু করছি আমরা মুসলিম ধর্মের অনুসরণ কারীরা কি জানি যে মুসলিম সম্প্রদায়ের নামের শুরুতে মুহাম্মাদ অর্থাৎ আমরা যেটা সংক্ষেপে মোঃ দিয়ে লিখে থাকি তা কি শরিয়ত সমর্থিত অর্থাৎ আল্লাহ্ তায়ালা বা আমাদের নবিজী (সঃ) বলেছেন কি ??? নামের শুরুতে এই মুহাম্মাদ বা মোঃ যেটাই লিখি না কেন
■■■ আসল কথা শুরু করছি বাংলাদেশ এ আরো 50 বছর পূর্বে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে বসবাস করত তখন অনেক মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জায়গা জমি ক্রয় করতেন নামের মধ্যে পার্থক্য করার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের নামের শুরুতে মোঃ
যুক্ত করা শুরু হয়েছে এটা মূলত কোন সাওয়াব এর কাজ নয়
■■■ কাহারো মনে প্রশ্ন আসতে পারে যে আপনার কথা সঠিক কিভাবে বুঝবো ??? শুনুন বলছি আমাদের নবিজী (সঃ) কে সব চাইতে বেশি অনুসরণ অনুকরণ করেছেন একমাত্র সাহাবায়ে কিরামগণ ওনাদের নামের শুরুতে কখনও কি পেয়েছেন •মুহাম্মদ আবু বক্কর রঃ
• হযরত ওমর ফারুক রঃ • হযরত উসমান গনি রঃ
পাবেন না অনেক সাহাবায়ে কিরামদের নাম হাদিসের কিতাবে বা ইতিহাস এর বিভিন্ন কিতাবে আছে কোথাও
মুহাম্মদ সহ নাম পাবেন না তবে কিছু কিছু মানুষের নাম ছিল মুহাম্মাদ আহমাদ মুহাম্মদ উল্লাহ তাতে অসুবিধা নাই
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম জানার এবং মানার তাওফীক দান করুন
আমীন আমীন আমীন
No comments:
Post a Comment