Showing posts with label textexpander pricing. Show all posts
Showing posts with label textexpander pricing. Show all posts

মুচকি হাসি

কেই বা এটা পছন্দ করে, তার সাথে কেউ গোমরা মুখে কথা বলুক? কেউই পছন্দ করে না। আমি নিজে যেমন পছন্দ করি না- আমার সাথে কেউ গোমরা মুখে কথা বলুক, তেমনি আমারও উচিত অন্যের সাথে হাসিমুখে কথা বলা। এর দ্বারা অন্তরিকতা ও বন্ধুত্ব সৃষ্টি হয়। একটু মুচকি হাসি দু’জনের সম্পর্কে নতুন মাত্রা যোগ করে। অপরদিকে গোমরাহমুখে থাকলে দুরত্ব তৈরি হয়। তাই পরিচিত-অপরিচিত সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করব, হাসিমুখে কথা বলব এবং বিনয়ের আচরণ করব। আমার মুখে যেন সবসময় লেগে থাকে হাসির ঝিলিক।
বিশ্বাস করো, হাসিমাখা মুখ যেন এক টুকরো চাঁদ। পুর্ণিমার চাঁদ দেখেছ তুমি? তার আলোয় যেন হৃদয়টাও আলোকিত হয়ে যায়। তেমনি তোমার একটু মুচকি হাসি তোমার ভায়ের হৃদয়কে আলোকিত করে দেয়। তোমার জন্য তার হৃদয়ের দরজা খুলে দেয়।
সারাদিনে চলার পথে, কাজে-কর্মে কত মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়। একজন মুসলিম হিসেবে অপর ভাইয়ের সাথে আমার দেখা-সাক্ষাৎ কেমন হওয়া উচিত- তা নবীজী আমাদের শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন, একজন মুসলিম অপর ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে। শুধু তাই নয়, এটিকে তিনি ছদাকা হিসেবে গণ্য করেছেন। (‘ছদাকা’ মানে দান, যার বিনিময়ে আল্লাহ আখেরাতে পুরস্কৃত করবেন।) একটি হাদীসে নবীজী বলেছেন-
كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ، وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ.
প্রতিটি ভালো কাজ ছদাকা। আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হল, অপর ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা। -জামে তিরমিযী, হাদীস ১৯৭০
আরেক হাদীসে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ.
তোমার ভায়ের (সাক্ষাতে) মুচকি হাসাও একটি ছদাকা। -জামে তিরমিযী, হাদীস ১৯৫৬
কারো সাথে হাসিমুখে সাক্ষাৎ করলে কী হয়? সে খুশি হয়। আর কারো সাথে এমনভাবে সাক্ষাৎ করা, যা তাকে অনন্দিত করে- এ কাজটি আল্লাহ অনেক পছন্দ করেন। হাদীস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
مَنْ لَقِيَ أَخَاهُ الْمُسْلِمَ بِمَا يُحِبُّ لِيُسِرَّهُ سَرَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَة.
যে ব্যক্তি নিজের কোনো মুসলিম ভাইকে খুশি করার জন্য এমনভাবে সাক্ষাৎ করে, যেমনটি সে পছন্দ করে (এর বিনিময়ে) কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে খুশি করবেন। -আলমুজামুস সগীর, তবারানী, হাদীস ১১৭৮; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১৩৭২১
সুবহানাল্লাহ, কত বড় ফযীলতের বিষয়! সাধারণ একটি আমলের কত বড় পুরস্কার। হাসিমুখে কথা বলার দ্বারা মুমিন খুশি হয়, আর এর দ্বারা আল্লাহ তাআলা খুশি হন। আর বিনিময়ে তিনি বান্দাকে কিয়ামতের দিন খুশি করবেন।
ইনশাআল্লাহ, আজ থেকে আমরা সবার সাথে হাসিমুখে সাক্ষাৎ করব, মুচকি হেসে সালাম দিব, হাসিমুখে কথা বলব।

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers