মুসলিমদের জন্য এই বিষয় গুলি জানা খুব জরুরি

মুসলিম সম্প্রদায়ের ভালো কারা এবং মন্দ কারা আসুন জেনে নেওয়া যাক !

❤❤❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 5 সূরা বাকারাহ্ আয়াত নাম্বার 34 ❤❤❤
আল্লাহ্ তায়ালা যখন হযরত আদম (আঃ) কে সৃষ্টি করেছেন এবং সকল ফেরেশতাদের কে আদেশ করলেন ।
যে সকলেই আদম কে সিজদাহ্ কর 
আল্লাহ্ তায়ালার আদেশ মত সকল ফেরেশতা হযরত আদম (আঃ) কে সিজদাহ্ করেছেন ।
কিন্তু আজাজিল ফেরেশতা সেজদাহ্ করে নাই 
অর্থাৎ ইবলিস শয়তান ।
❤❤❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 3 সূরা হিজর আয়াত নাম্বার 34 এবং 35 ❤❤❤
আল্লাহ্ তায়ালা  ইবলিস শয়তান কে বল্লেন বের হও এখান থেকে নিশ্চয়ই তুমি বিতাড়িত  (গোমরাহ্ পথভ্রষ্ট)
❤❤❤ হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 3 সূরা হিজর আয়াত নাম্বার 39 এবং 40 ❤❤❤
তখন ইবলিস শয়তান আল্লাহ্ তায়ালা কে বল্লেন
হে আমার রব আমায় যে কারণে পথভ্রষ্ট করেছেন , আমি দুনিয়ার মধ্যে   দুনিয়ার সৌন্দর্য, রং তামাসা যত প্রকার অন্যায় অপরাধ পাপ আছে তা দিয়ে  সকল বনী আদম  কে পথভ্রষ্ট গোমরাহ্ করবো ,
ইবলিস শয়তান এবার নিজের মুখে বলছেন কিন্তু আপনার সৎ লোকদের কে আমি পথভ্রষ্ট গোমরাহ্ করতে পরবো না।

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

এখন আমাদের জানা দরকার সৎ লোক কারা এবং তাদের চরিত্রের গুণাগুণ গুলি কি ??❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 সূরা মু'মিনূন আয়াত নাম্বার 1 থেকে 11 পর্যন্ত এখানে কিছু গুণাবলি বর্ণনা করা হয়েছে ।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

হাফেজি কুরআন অনুযায়ী পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 4 এবং 5 , সূরা ফুরক্বান আয়াত নাম্বার 62 থেকে 77 পর্যন্ত  
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মুসলিম ভাই বোন সকলেই এই আয়াত গুলির উপর  আমল  করা   খুবই গুরুত্বপূর্ণ ।

    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম              জানার এবং মানার তাওফীক দান করুন ।


                           আমীন আমীন আমীন 

No comments:

Post a Comment

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers