মুসলিম গভর্নরের পৃথিবি কাপানো নজীর স্হাপন,

মুসলিম গভর্নরের পৃথিবি কাপানো নজীর স্হাপন
-----------------------------------------
খলিফাতুল মুসলিমীন হযরত ওমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু)- সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহী (রাযিয়াল্লাহু আনহু)- কে হিমসের গভর্নর নিযুক্ত করলেন। কিছুদিন পর হিমস থেকে এক প্রতিনিধি দল মদীনায় খলিফাতুল মুসলিমীনের দরবারে আগমন করলো। খলিফা তাদেরকে হিমসের ফকির-মিসকিনদের একটি তালিকা দেয়ার জন্য বললেন, যাতে বাইতুল মাল থেকে যার যার প্রাপ্যকে দান করতে পারেন।
.
.
প্রতিনিধি দল হিমসের ফকির-মিসকিনদের একটি তালিকা প্রণয়ন করে খলিফার দরবারে প্রেরণ করলো। তালিকাটা পড়ে ওমর (রাযিয়াল্লাহু আনহু)- আশ্চর্য হয়ে গেলেন! হিমসের ফকির-মিসকিনদের তালিকায় স্বয়ং হিমসের গভর্নর সাঈদ বিন আমির আল-জুমাহীর নামও রয়েছে!!! ওমর (রাযিয়াল্লাহু আনহু)- যারপরনাই আশ্চর্য হয়ে প্রতিনিধি দলকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। তারা উত্তর দিলো- হ্যা, সাঈদ বিন আমির তাঁর বেতন সম্পূর্ণ ফকির-মিসকিনদের মাঝে বন্টন করে দেন। তিনি বলেন- এই বেতন দিয়ে আমি কী করবো, কাল কেয়ামতের ময়দানে এইসব মানুষের ব্যাপারে আমাকে জবাবদিহিতা করতে হবে?!
.
.
ওমর (রাযিয়াল্লাহু আনহু)- তাঁদেরকে জিজ্ঞেস করলেন- আপনারা তাঁর মাঝে কোনো খারাপ স্বভাব লক্ষ্য করেন? তাঁরা উত্তর দিলো- হ্যাঁ, আমরা তাঁর মাঝে তিনটি খারাপ স্বভাব লক্ষ্য করি।
১- তিনি চাশতের সময় ব্যতিত ঘর থেকে বের হননা। ২- তাঁকে আমরা কখনও রাতের বেলা দেখতে পাইনা! ৩- সপ্তাহে একদিন তিনি আমাদের থেকে লুকিয়ে থাকেন!
.
.
অতঃপর যখন ওমর (রাযিয়াল্লাহু আনহু)- তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলেন, তখন সাঈদ বিন আমির (রাযিয়াল্লাহু আনহু)- উত্তরে বললেন- হ্যাঁ, লোকেরা সত্য বলেছে। এইসবগুলোর কারণ হলো-
১- চাশতের আগ পর্যন্ত আমি ঘর থেকে বের না হওয়ার কারণ হলো, চাশত পর্যন্ত আমি আমার পরিবারের প্রয়োজন ও খেদমতে নিয়োজিত থাকি। আমি ব্যতিত আমার পরিবারের আর কোনো খাদেম নাই। আবার আমার স্ত্রী অসুস্থ।
২- রাতের বেলা আমার লুকিয়ে থাকার কারণ হলো, দিনকে আমি মানুষের প্রয়োজন সারার জন্য বরাদ্ধ করে রেখেছি, আর রাতকে আমি আমার প্রভূর ইবাদতের জন্য বরাদ্ধ করে রেখেছি।
৩- সপ্তাহে একদিন লুকিয়ে থাকার কারণ হলো, সপ্তাহে একদিন আমি আমার কাপড় ধুয়ে শুকাতে দেই। কারণ, একটি কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নেই!
এইসব শুনে খলিফাতুল মুসলিমীন হযরত ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু হুহু করে কেঁদে ফেললেন!
.
.
সূত্র- (রিজালুন হাওলার রাসূল, পৃষ্টা- ১৯৩

আর বর্তমান খলীফারা আগে পেট পূর্ণ করে,
হজম করতে  অসুবিধা হলে এরপর জনগণের দিকে নজর দেয়।
আফসোস...

ইসলামের ইতিহাস পড়ুন বার বার আপনি অবাক হবেন ।

No comments:

Post a Comment

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers