আপনি মুসলিম কিন্তু আপনার এই বিষয়টি জানা আছে কি ???

আল্লাহ্ তায়ালা আমাদের জন্য ইসলাম এর যে বিধান দিয়েছেন তা বান্দাদের জন্য সহজ করেই দিয়েছেন
কিন্তু আমরা ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ভাবে অনেক কিছুই জানি না । তাই আমাদের অনেকের কাছে ইসলাম কে জানাও হয় না  এবং মানাও হয় না ।

■■■  যাই হোক আজকের আলোচনা ইনশাআল্লাহ সালাম সম্পর্কে করবো

■■■ আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে কুরআন মাজিদে বলছেন পারা 5 পৃষ্ঠা নাম্বার 10
■■■ যখন কেউ  তোমাদের কে অভিবাদন জানায় অর্থাৎ সালাম দেয় তখন তোমরা উত্তম রুপে অভিবাদন জানাও অর্থাৎ সালাম এর উত্তরটা সুন্দর এবং বর্ধিত করে দিও ( আল্লাহ্ তায়ালা বলতে চাইতেছেন যে , যদি তুমি অলস হও ) তাহলে   أو ردو ها তোমাকে যতটুকু দিয়েছে কমছেকম অতটুকু ফেরত দিও


■■■ প্রমাণ কুরআনের আয়াত এ আছে আর আমাদের নবিজী সঃ বলেছেন কেউ যদি তোমাকে السلام عليكم বলে • তুমি وعليكم السلام ورحمة الله বলিও
কেউ যদি السلام عليكم ورحمة الله বলে • তুমি وعليكم السلام ورحمة الله وبركاته বলবে । আর এটাই হচ্ছে ইসলামি বিধান অনুযায়ী সালাম । এখন আমাদের সমাজের কিছু মানুষ কে দেখা যায় যারা সালামের শেষে وجنته    وهدايته   ومغفرته  ইত্যাদি শব্দ যোগ করে , এটা মনগড়া এটার কোন ভিত্তি কুরআন মাজিদে এবং নবিজী সঃ এর তরিকার মধ্যে পাওয়া যায় না ।

■■■ সালাম  প্রসঙ্গে গুরুত্বপূর্ণ যে কথাটি না বল্লেই নয়
তা হল , পায়ে ধরে সালাম করাটা কতটুকু শরিয়ত সমর্থিত । এক কথায় জোর গলায় বলা যায় যে
এটা আসলে কুরআন হাদিসের কোথাও নাই ।
☆☆☆ ( কোন ভাই যদি প্রমাণ দিতে পারেন ইনশাআল্লাহ মেনে নিব ) ☆☆☆

আমি যতটুকু জানতে পেরেছি এটা হিন্দুসম্প্রদায়ের চরিত্র
আমাদের মুসলিমদের এভাবে পায়ে ধরে সালাম করাটা ঠিক নয় ।
কেহ কেহ বলেছেন, ওস্তাদের কে ,বাবা মা কে , দাদা দাদী কে , নানা নানী কে , শশুর শাশুড়ি কে , পায়ে ধরে সালাম করা যায় । এটা সঠিক নয় এটা সম্পূর্ণ ভুল  ধারণা ।
■■■ আমাদের সকলকে মনে রাখতে হবে যে পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি নবিজী সঃ কে সাহাবায়ে কিরামগণ  রঃ অনুসরণ অনুকরণ করেছেন,  এবং প্রাণের চেয়ে অধিক মুহাব্বত করতেন । তাহারা কি কখনো নবিজী সঃ কে পায়ে ধরে সালাম করেছেন  ???
■■■ আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই দলিল প্রমাণ সহকারে জানাবেন ইনশাআল্লাহ মেনে নিব ।


       আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ        ইসলাম জানার এবং মানার তাওফীক দান করুন

                         আমীন আমীন আমীন

No comments:

Post a Comment

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers