আল্লাহ্ তায়ালা আমাদের সকলকেই বিবেক বুদ্ধি দিয়েছেন । এখন এই বিবেক বুদ্ধি সঠিক ভাবে কাজে লাগালেই হবে ।
■■■ সর্ব প্রথম একটা জিনিস মনে রাখতে হবে , যে আপনার মধ্যে জ্ঞান অর্জন করার মত পিপাসা থাকতে হবে, এবং সেই সাথে থাকতে হবে বিচক্ষণতা, এবং মন মানসিকতায় উদার হতে হবে ।
■■■ আরেকটা বিষয় মনে রাখতে হবে, সর্ব প্রকার সমর্থন পাওয়া যায় এমন অর্থ করতে হবে । অর্থাৎ কুরআন সুন্নাহ দিয়ে এমন সমন্বয় করা । যা সবার কাছে গ্রহণ যোগ্যতা পায় ।
■■■ আসল কথা আমি এখানে কুরআন মাজিদের অর্থ কিভাবে করতে হয় । এবং অর্থ করতে কি কি যোগ্যতা লাগবে । ঐ বিষয়ে তেমন কিছু বলবো না ।
■■■ শুধু এতটুকুই বলবো কুরআন মাজিদ এর অর্থ জানার জন্য যে ধাফ রয়েছে তা নিয়ে আলোচনা করবো ।
■■■♡♡♡■■■
■■■1☆■■■ কুরআনের অর্থ সর্ব প্রথম কুরআন দিয়ে করা ।
■■■2☆■■■ কুরআনের অর্থ নবিজী সঃ এর সুন্নাহ দ্বারা করা ।
■■■3☆■■■ যখন আল্লাহ্ তায়ালার কুরআন থেকে বা নবিজী সঃ এর সুন্নাহ দ্বারা কোন বিষয় অসপষ্ট থাকে । অর্থাৎ ঐ আয়াত এর সঠিক কি অর্থ হবে , তখন দেখতে হবে সাহাবায়ে কিরামগণ ঐ আয়াতের কি অর্থ করেছেন, বা ঐ আয়াতের উপর কিভাবে আমল করেছেন ।
■■■4☆■■■ যদি কোন আয়াতের অর্থ উপরের 3 প্রকারের কোনটার মাধ্যমে পষ্ট না হয় । তখন তাবি তবেতাবী গণ কি অর্থ করেছেন তা দেখতে হবে ।
卐卐卐■■■卐卐卐
বিশেষ ভাবে লক্ষ্য করুন
কুরআনের আয়াতের অর্থ । যে কোন তাফসীর এর কিতাব এ থাকুক, বা যে কোন ইসলামি বইয়ের মধ্যে থাকুক, ভাল করে গবেষণা না করে, কাউকে বলাও যাবে না এবং আমল ও করা যাবে না ।
■■■ এক বিষয়ের উপর কয়েকটি তাফসীর দেখতে হবে। সর্ব নিম্ন 5টির অধিক
■■■ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি । যে বিশ্ব বিখ্যাত তাফসীর এর মধ্যে সর্ব প্রথম গ্রহণ করবেন ।
তাফসীরে ইবনে কাছির
তাফসীর বাইজাবি শরীফ
তাফসীরে জালালাইন
তাফসীরে বয়ানুল কুরআন
তাফসীরে মা'রেফুল কুরআন
তাফসীরে তাফহিমুল কুরআন
যে কোন বইয়ের কথা বা যে কোন ( হুজুর ) আলেম মুফতি মুহাদ্দিস এর কথা কুরআন হাদিস এর রেফারেন্স ছাড়া ভুলেও যেন গ্রহণ না করি ।
■■■ বিঃদ্রঃ ভুল হলে ক্ষমাপ্রার্থনা করছি আল্লাহ্ তায়ালার কাছে এবং পাঠকদের কাছে ।
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম জানার এবং মানার তাওফীক দান করুন
আমীন আমীন আমীন
■■■ সর্ব প্রথম একটা জিনিস মনে রাখতে হবে , যে আপনার মধ্যে জ্ঞান অর্জন করার মত পিপাসা থাকতে হবে, এবং সেই সাথে থাকতে হবে বিচক্ষণতা, এবং মন মানসিকতায় উদার হতে হবে ।
■■■ আরেকটা বিষয় মনে রাখতে হবে, সর্ব প্রকার সমর্থন পাওয়া যায় এমন অর্থ করতে হবে । অর্থাৎ কুরআন সুন্নাহ দিয়ে এমন সমন্বয় করা । যা সবার কাছে গ্রহণ যোগ্যতা পায় ।
■■■ আসল কথা আমি এখানে কুরআন মাজিদের অর্থ কিভাবে করতে হয় । এবং অর্থ করতে কি কি যোগ্যতা লাগবে । ঐ বিষয়ে তেমন কিছু বলবো না ।
■■■ শুধু এতটুকুই বলবো কুরআন মাজিদ এর অর্থ জানার জন্য যে ধাফ রয়েছে তা নিয়ে আলোচনা করবো ।
■■■♡♡♡■■■
■■■1☆■■■ কুরআনের অর্থ সর্ব প্রথম কুরআন দিয়ে করা ।
■■■2☆■■■ কুরআনের অর্থ নবিজী সঃ এর সুন্নাহ দ্বারা করা ।
■■■3☆■■■ যখন আল্লাহ্ তায়ালার কুরআন থেকে বা নবিজী সঃ এর সুন্নাহ দ্বারা কোন বিষয় অসপষ্ট থাকে । অর্থাৎ ঐ আয়াত এর সঠিক কি অর্থ হবে , তখন দেখতে হবে সাহাবায়ে কিরামগণ ঐ আয়াতের কি অর্থ করেছেন, বা ঐ আয়াতের উপর কিভাবে আমল করেছেন ।
■■■4☆■■■ যদি কোন আয়াতের অর্থ উপরের 3 প্রকারের কোনটার মাধ্যমে পষ্ট না হয় । তখন তাবি তবেতাবী গণ কি অর্থ করেছেন তা দেখতে হবে ।
卐卐卐■■■卐卐卐
বিশেষ ভাবে লক্ষ্য করুন
কুরআনের আয়াতের অর্থ । যে কোন তাফসীর এর কিতাব এ থাকুক, বা যে কোন ইসলামি বইয়ের মধ্যে থাকুক, ভাল করে গবেষণা না করে, কাউকে বলাও যাবে না এবং আমল ও করা যাবে না ।
■■■ এক বিষয়ের উপর কয়েকটি তাফসীর দেখতে হবে। সর্ব নিম্ন 5টির অধিক
■■■ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি । যে বিশ্ব বিখ্যাত তাফসীর এর মধ্যে সর্ব প্রথম গ্রহণ করবেন ।
তাফসীরে ইবনে কাছির
তাফসীর বাইজাবি শরীফ
তাফসীরে জালালাইন
তাফসীরে বয়ানুল কুরআন
তাফসীরে মা'রেফুল কুরআন
তাফসীরে তাফহিমুল কুরআন
যে কোন বইয়ের কথা বা যে কোন ( হুজুর ) আলেম মুফতি মুহাদ্দিস এর কথা কুরআন হাদিস এর রেফারেন্স ছাড়া ভুলেও যেন গ্রহণ না করি ।
■■■ বিঃদ্রঃ ভুল হলে ক্ষমাপ্রার্থনা করছি আল্লাহ্ তায়ালার কাছে এবং পাঠকদের কাছে ।
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম জানার এবং মানার তাওফীক দান করুন
আমীন আমীন আমীন
আমরা মুসলিমরা যেহেতু সকলেই কুরআন হাদিস অনুসরণ অনুকরণ করবো । তাহলে নবিজী সঃ এর কাছ থেকে যখন আমরা এক বিষয়ে কয়েকটি বর্ণনা পাই
ReplyDeleteতখন আমরা কি করবো ???
যেহেতু আমরা নবিজী সঃ এর সব হাদিস সত্য বলে ঈমান রাখি
???????
সহিহ হাদিস এর কথাই বলছি
জাল বা রাবির বিষয়ে বা হাদিসের সনদ বিষয়ে قيل قال কথা বলছি না ।
কোন ভাই বলতে পারেন , যে বর্ণনা অধিক বা হাদিস এর মান ভাল তা আমল করবো
তাহলে আমার প্রশ্ন থাকবে ঈমাম বুখারী রঃ তো বলেছেন যে আমি অনেক সহিহ হাদিস আমার এ কিতাবে লিপিবদ্ধ করি নাই । এখন আপনি কি বলবেন ???
আমরা মুমিন রা সকলেই ভাই ভাই
■■■ কেন আমরা এক ভাই অপর ভাই কে সহনশীলতার পরিচয় দিতে পারি না ????■■■
কুরআন এর আয়াত সূরা হুজুরাত আয়াত 10